দীঘিনালায় পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার: জেলার দীঘিনালায় পুকুরের পানিতে পড়ে ২ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। ২৬ সেপ্টেম্বর (সোমবার) বেলা ১২ টার দিকে উপজেলার কবাখালি এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, কবাখালি এলাকার মোহাম্মদ কামাল হোসেনের ছেলে মোহাম্মদ ফরহাদ হোসেন (২) ও পাশ্ববর্তী মোহাম্মদ নুর আলমের মেয়ে নুসরাত (২) বাড়ির পাশে পুকুর ঘাটে খেলছিলো। খেলতে খেলতে একপর্যায়ে দু’জনেই পুকুরের পানিতে পড়ে যায়।
তাৎক্ষণিক স্থানীয়রা পানি থেকে তুলে অজ্ঞান অবস্থায় দীঘিনালা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। এদিকে পুকুরের পানিতে পড়ে ২ শিশু সন্তানের মৃত্যুর ঘটনায় শোকের ছাঁয়া নেমে এসেছে ফরহাদ ও নুসরাতের পরিবারে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন,কেউ এখনো উক্ত বিষয়ে থানায় অভিযোগ করেন নি। তিনিও,মানুষের কাছথেকে তথ্য পেয়ে ঘটনার সত্যতা সম্পর্কে জানতে পারেন।