অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ

মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি: সাথোয়াই মারমা’র একমাত্র উপার্জনের ক্ষেত্র ছোট্ট চায়ের দোকানটিও বজ্রপাত হতে সৃষ্ট আগুনে পুঁড়ে ছাঁই হয়েছে। পরিবারের স্ত্রী-সন্তান নিয়ে তাই খুব দুর্বিষহ দিন পার করছিলেন তিনি। এমন সময় খাদ্য সামগ্রীসহ নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে তার পাশে দাড়াল দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ

সাথোয়াই মারমা জানান, ২৪ সেপ্টেম্বর শনিবার খাগড়াছড়ি জেলার মানিকছড়ির সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মনাইছড়ি পাড়ায় ভোর ৬টার দিকে বজ্রপাত কারণে সৌর বিদ্যুতে আগুন লেগে দোকানটি পুঁড়ে যায়। খরব পেয়ে পরিবারটি সাথে যোগাযোগ করে ২৬ সেপ্টেম্বর সোমবার বিকাল ৪টায় ত্রাণ সামগ্রী দিয়ে এসেছে দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সুইচিং মারমা , মনাইছড়ির কার্বারী(পাড়া প্রধান) উগ্যজাই মারমা, হাতিমুরা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক ও ক্রেডিট ইউনিয়নে শিক্ষা কমিটির সদস্য রুইউ মারমা, ক্রেডিট অফিসার ক্যপ্রু মারমা, থৈঅংরি মারমা ও আরেশে মারম প্রমূখ।

Read Previous

দীঘিনালায় পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু 

Read Next

লক্ষ্মীছড়িতে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে প্রশাসনের বৈঠক