দীঘিনালায় পাহাড় ধসে নিহত ১
স্টাফ রিপোর্টার: জেলার দীঘিনালায় বসতঘর চাপা পড়ে ১জন নিহত হয়েছে বলে জানা গেছে। নিহতের নাম যোগেন্দ্র চাকমা(৪০) সে উপজেলার বাবুছড়া ইউনিয়নের উল্টাছড়ি গ্রামের শুভধন চাকমার ছেলে।
৯জুলাই মঙ্গলবার বিকেলে নিজ বসতঘর চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে বাবুছড়া ইউনিয়নের উল্টাছড়ি গ্রামে অতিবৃষ্টির কারণে পাহাড় ধসে পরে। এসময় পাহাড়ের পাদদেশে থাকা বসতঘর ধসে পরে। বসতঘরে থাকা যোগেন্দ্র চাকমা ঘটনাস্থলেই নিহত হয়। এসময় তিনটি বসতঘর বিদ্ধস্থ্য হয়| পরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে এলাকাবাসী।
দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা ঘটনার সত্যতা সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন।