দীঘিনালায় মানবাধিকার কমিশনের মানববন্ধন

মোঃ আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় মানবাধিকার কমিশন দীঘিনালা উপজেলার কমিটির আয়োজনে দেশে চলমান ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন রোধে ধর্

মানিকছড়িতে সড়ক দূঘটনায় তাবলিগ জামাত কর্মীর মৃত্যু
মহালছড়িতে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন
খালেদা জিয়ার মুক্তির দাবিতে পুলিশের বাধায় খাগড়াছড়িতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মোঃ আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় মানবাধিকার কমিশন দীঘিনালা উপজেলার কমিটির আয়োজনে দেশে চলমান ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন রোধে ধর্ষক ও নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

সকালে উপজেলার প্রধান ফটক লারমা স্কয়ার সংলগ্ন কলেজ মোড়ে এই মানববন্ধন আয়োজনে দীঘিনালা উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ সাহাদাৎ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নিউটন মহাজন, দীঘিনালা উপজেলা মানবাধিকার কমিশনের সহ-সভাপতি এফ এম আলমগীর, সদস্য মোঃ খোকন প্রমূখ।

এ সময় বক্তারা বক্তব্যে বলেন, অবিলম্বে দেশব্যাপী একের পর এক ঘটে যাওয়া সকল ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানান। সেইসঙ্গে প্রত্যেকটি ধর্ষণের সঙ্গে অভিযুক্ত ধর্ষকদের গ্রেফতার করে ফাঁসির দাবি করেন।

এছাড়া সরকার বিরোধী একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধ গুজব ও  অপপ্রচার চালিয়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে তাদেরকেও আইনের আওতায় আন