• December 27, 2024

দীঘিনালায় সরকারের সাফল্য ও উন্নয়ন বিষয়ক প্রেস ব্রিফিং

মোঃ আল আমিন, দীঘিনালা: সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক প্যাকেজ প্রচার কার্যক্রমের আওতায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগসমুহের ব্রান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা টেকসই উন্নয়নের লক্ষ্যসমূহ(এসডিজি) ভিশন- ২০২১ এর লক্ষ্য অর্জনসমূহ ইত্যাদি বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষ্যে প্রেসব্রিফিং করেছে খাগড়াছড়ি জেলা তথ্য অফিস।

দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেসব্রিফিং বর্তমান সরকারের বিভিন্ন সাফল্য ও উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন জেলা তথ্য অফিসার বাপ্পি চক্রবর্তী।

প্রেসব্রিফিং উপস্থিত থেকে বক্তব্য রাখেন , দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, সাধারন সম্পাদক জাকির হোসেন, এছাড়া উপস্থিতি ছিলেন দীঘিনালা সরকারী ডিগ্রী কলেজ এর প্রভাষক মো: দুলাল হোসেন, প্রথম আলোর দীঘিনালা প্রতিনিধি পলাশ বড়ুয়া, দীঘিনালা উপজেলা প্রতিনিধি মো. সোহেল রানা, অনলাইন সিএইচটি লাইভ টিভির দীঘিনালা উপজেলা প্রতিনিধি মো. আল আমিন প্রমুখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post