দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ’র সন্ত্রাসী আটক
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ সুনিল চাকমা ওরফে সুভাষ (২৭) নামে এক সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। আটকৃত সন্ত্রাসী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত গ্রুপের সদস্য।
জানা যায়, বুধবার গভীর রাতে বাবুছড়া থেকে দীঘিনালাগামী একটি মোটরসাইকেলে আসার পথে যৌথবাহিনী তল্লাশীর উদ্দ্যেশ্যে মোটরসাইকেলটি থামাতে বললে সুনিল চাকমা ওরফে সুভাষ (২৭) মোটরসাইকেল থেকে পালানোর চেষ্টা করলে যৌথবাহিনী তাকে আটক করে।
পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, নগদ ১৭ হাজার ৬৩৫ টাকা, ২টি মোবাইল ও চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করে।
দীঘিনালা থানার অফিসার্স ইনচার্জ উত্তম চন্দ্র দেব সাংবাদিকদের জানান মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে চলতি মাসের শুরুতে দীঘনালায় যৌথবাহিনীর কর্তৃক একটি অভিযান পরিচালনার মাধ্যমে ইউপিডিএফ (মূল) দলের সশস্ত্র গ্রুপের ৪জন শীর্ষ সন্ত্রাসীকে অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ চাঁদার টাকাসহ আটক করে সেনাবাহিনী।