কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে প্রাণ হারাল বিশ্ববিদ্যালয় ছাত্র

 কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে প্রাণ হারাল বিশ্ববিদ্যালয় ছাত্র

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় বুনো হাতির আক্রমণে প্রাণ হারালো অভিষেক পাল (২১) নামের  বিশ্ববিদ্যায়ের এক ছাত্র। বৃহস্পতিবার (১১ই মার্চ) সকালে কাপ্তাই উপজেলার জীবতলী ইউনিয়নের  কামিলাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত ছাত্র ঢাকা তেজগাঁও টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের অধ্যয়নরত ছিলো।

একই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নিহতের বন্ধু সাদমান সোবহান উদয় জানান, ছয় বন্ধু বৃহস্পতিবার সকালে কাপ্তাই প্রশান্তি পার্ক থেকে সিএনজিতে করে রাঙামাটির উদ্দেশ্যে রওনা হয়। সকাল আনুমানিক ৯টার দিকে দুটি হাতির মুখোমুখি হয় তারা। এ সময় বন্ধু অভিষেক ভয়ে বনের দিকে পালালে পেছনে গিয়ে একটা হাতি তাকে পিষ্ট করে। হাতিদ্বয় বনে চলে গেলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কাপ্তাই সদর হাসপাতালে নিয়ে আসার সময় তিনি মারা যান।

জানা যায়, নিহত অভিষেকের বাবা সুধাংশু বিকাশ পাল চট্টগ্রামের একটা পোশাক কারখানায় চাকরি করে। তাদের গ্রামের বাড়ী লীপুর জেলার রামগঞ্জে। তবে তারা দীর্ঘদিন ধরে পরিবার পরিজন নিয়ে ফেনীর মাস্টার পাড়ায় বাস করেন।কাপ্তাই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি  ঘটনার সত্রতা নিশ্চিত করেন।

কাপ্তাই থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি শুনেছি। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।

গত ৭ মার্চ একই এলাকায় হাতির আক্রমণে একজন প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। এ এলাকায় ইদানীং হাতির উৎপাত মারাত্বক আকার ধারন করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বনে হাতিদের খাদ্যভান্ডার ফুড়িয়ে যাওয়ায় হাতিগুলো লোকালয়ের দিকে চলে আসে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post