দীঘিনালায় ১২ লাখ টাকাসহ এক চাঁদাবাজ আটক
স্টাফ রিপোর্টার: দীঘিনালা বাবুছড়া মগকারবারি পাড়া এলাকায় আটক করে সেনাবাহিনী নগদ চাঁদাবাজির টাকা ১১ লক্ষ ৮৪ হাজার ৫৪৫ টাকা, স্বর্নের চেইন ২ টি, স্বর্নের বালা ১ টি, স্বর্নের ঝুমকা ৪ জোড়া, রুপার বালা ১ টি, রুপার নাকফুল ১ জোড়া সহ
আকাশ চাকমা (একশন বাবু) নিরাপত্তা বাহিনীর হাতে ভোর রাতে আটক, সে ইউপিডিএফ প্রসিত দলের বাঘাইহাট (গংগারাম) এলাকার চীফ কালেক্টর হিসাবে দায়িত্বরত পালন করছে বলে নিশ্চিত করেছে স্থানীয়রা। মামলার প্রস্তুতি চলছে