• September 14, 2024

দীঘিনালা সড়কে অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়িতে হামলা

 দীঘিনালা সড়কে অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়িতে হামলা

মো: আল আমিন, দীঘিনালা: খাগাড়ছড়ি জেলার দীঘিনালা উপজেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি)’র গাড়িতে হামলা করেছে দূর্বৃত্তরা।

৬ জানুয়ারি শনিবার সাড়ে ১১ টার দিকে খাগড়াছড়ি জেলা সদর থেকে দীঘিনালা আসার পথে জামতলী বাঙালী পাড়ার সুপারিবাগান স্থানে অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ কবির সোহাগের গাড়িতে হামলা করা হয়েছে। হামলায় গাড়ির পিছনের কাঁচ ভাঙ্গলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা দিয়ে উপজেলায় নিয়ে এসেছে। সার্বিক নিরাপত্তা ব্যাবস্থা ভালো রয়েছে।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার ঘটনা শুনেছি। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post