• February 18, 2025

দুই একর গাঁজা ক্ষেত ধ্বংস করেছে গুইমারা সেনাবাহিনী

 দুই একর গাঁজা ক্ষেত ধ্বংস করেছে গুইমারা সেনাবাহিনী

গুইমারা প্রতিনিধি

খাগড়াছড়ির গুইমারাতে ভোর রাতে অভিযান চালিয়ে অন্তত দুই একর গাঁজা খেতে ধ্বংস করেছে ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি সেনা জোন।

২১ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের আওতাধীন গড়াইছড়ি সেনা ক্যাম্পের এলাকায় তিন্দুকছড়ি নামক স্থানে গহীন অরণ্যে অভিযান চালিয়ে এসব গাঁজা খেত ধ্বংস করা হয়। অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সন্ত্রাসীরা লোক চক্ষুর আড়ালে গহীন অরণ্য এসব গাঁজা খেতের চাষ করে আসছে। এমন সংবাদ পেয়ে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে: কর্নেল ইসমাইল শামস আজিজি’র নির্দেশে জোন উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক তাসনিম সেনা সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

এসময় গুইমারা থানা পুলিশের উপস্থিতিতে ধ্বংস করা হয় দুই একর গাঁজা খেত যায় আনুমানিক মূল্য অর্ধ কোটি টাকা বলে জানা গেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বাংলাদেশ সেনাবাহিনী।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post