দুর্নীতি প্রতিরোধ কমিটি লংগদু উপজেলা শাখার উদ্যোগে ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা

স্টাফ রিপোটারঃ- দুর্নীতি প্রতিরোধ কমিটি লংগদু উপজেলা শাখার উদ্যোগে মাদ্রাসায় সততা সংঘের কার্যক্রম বাড়ানোর লক্ষে লংগদু উপজেলার পশ্চিম সোনাই তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ছাত্র ছাত্রীদের নিয়ে ইসলামী সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। রবিবার, পশ্চিম সোনাই তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ মহসিন এর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি লংগদু উপজেলা শাখার সভাপতি ও গাঁথাছড়া বায়তুশ শরফ কমপেক্সের সুপার মাওলানা ফোরকান আহম্মদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও লংগদু প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান। মাইনীমুখ ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওলানা রেজাউল হক, জাতীয় ইমাম সমিতি লংগদু উপজেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল মতিন, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি মোঃ হযরত আলী, লংগদু প্রেস ক্লাবের সম্পাদক ওমর ফারুক মুছা। ইসলামী সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম হয়েছে অষ্টম শ্রেণির ছাত্র মোঃ রবিউল ইসলাম, দ্বীতিয় মোছা. রাবিয়া আক্তার(অষ্টম শ্রেণি), তৃতীয় মোছা. ইয়াছমিন আক্তার (নবম শ্রেণি)।এছাড়া মাদ্রাসার অন্যান্য সিনিয়র শিক্ষকগন ও ছাত্র ছাত্রীরা এসময় উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post