দুল্যাতলী ইউনিয়ন ‘ফুটবল কাপ’ টুর্নামেন্ট উদ্বোধন: দেওয়ান পাড়া একাদশ’র জয়লাভ
স্টাফ রিপোর্টার: লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়ন ‘ফুটবল কাপ’ টুর্নামেন্ট শুরু হয়েছে। ৬ আগস্ট সোমবার আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী। শিক্ষক ত্রিদীপ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট আয়োজনের খেলাধুলা ও সাংস্কৃতিক স্টান্ডিং কমিটির সভাপতি থোয়াইংগ্য মারমা। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে দুল্যাতলী যুব কল্যান সমিতিকে ১-০ গোলে হারিয়ে দেওয়ান পাড়া একদা ভালোদি একাদশ জয়লাভ করে।
খেলোয়ারদের কিছু অভিযোগের কারণে নির্ধারিত বিকাল ৪টা খেলা শুরু করার কথা থাকলেও ২৫ বিলম্বে খেলা শুরু হয়। দেওয়ান পাড়া একদা ভালোদি একাদশ প্রথমার্ধের ৭ মিনিটের মাথায় ৬ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার রাব্বীর পাস দেয়া বলে ডি-বক্মের ভিতর থেকে ৯ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার দর্পন চাকমা একমাত্র জয়সূচক গোল করেন। এর পর থেকে শুরু হয় আক্রমন আর পাল্টা আক্রমন। পরে খেলার ২৫ মিনিটের মাথায় আক্রমন ভাগের খোলোয়ার রাব্বী মাঝ মাঠ থেকে দৌড়ে গোলকিপার’র খুব কাছে গিয়ে গোল করলেও অফসাইডের ফাঁদে না জড়ালে গোল ব্যবধান ২-০ হতে পারত। এদিকে খেলার প্রায় শেষ বাঁশি বাজার আগ মুহুর্তে ফাউল করলে রেফারি হলুদ কার্ড দেখান দেওয়ান পাড়া একাদশের ১৩ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার সুবন্দ চাকমাকে। তবে দুল্যাতলী একাদশের ১০ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার সুব্রত চাকমা বিপক্ষ গোলবাওে বার বার কিক করলেও বল জালে জড়াতে পারে নি। অপর দিকে দেওয়ান পাড়া একাদশের ১০ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার দলীয় অধিনায়ক লিটন চাকমা ও ১৭ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার নাজমুল হোসেন কড়াকড়ি ডিফেন্ডারে কোনো ভাবেই গোলের দেখা পায় নি বিপক্ষ দল।
রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন ডা. দেলোয়ার হোসেন। সহকারি রেফারি ছিলেন বিজ্ঞান চাকমা ও চংহ্লা প্রু মারমা।
উক্ত টুর্নামেন্টে ২০ টি দল অংশ নিয়েছে। প্রথম রাউন্ডেই নককাউট পদ্ধতিতে ১০টি দল বিদায় নেবে। আগামী ৫ সেপ্টেম্বর এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।