• July 27, 2024

দুল্যাতলী জুনিয়র হাইস্কুল ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

তালাত মাহমুদ শিশির, লক্ষ্মীছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী জুনিয়র হাইস্কুল ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেম্রাচাই চৌধুরী। ১৭ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১ ঘটিকার সময় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রাক্তন দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অংক্যজাই মারমা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলক চাকমা, দুল্যাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ত্রিলন চাকমা, লক্ষ্মীছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, বর্মাছড়ি হাইস্কুলের প্রধান শিক্ষক প্রান কুমার চাকমা সহ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেম্রাচাই চৌধুরী বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাপনার প্রতি বিশেষ খেয়াল রাখেন এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক ২০১৭-২০১৮ অর্থ বছরের অনুমোদিত এ বিদ্যালয়ের ভবনটিই বিরল দৃষ্টান্ত। ৮০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ভবনটির নির্মাণ কাজ খুব শিগ্রই শুরু হবে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেম্রাচাই চৌধুরী প্রত্যন্ত এলাকা হিসেবে পরিচিত লক্ষ্মীছড়ির দুল্যাতলী ইউনিয়নের বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের মান ও অগ্রগতি পরিদর্শন করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post