• October 8, 2024

দোভাষীবাজার সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

শান্তি রঞ্জন চাকমা,রাঙ্গুনিয়া: উত্তর চট্টগ্রামের উপশহরখ্যাত চন্দ্রঘোনা দোভাষী বাজার সমবায় সমিতি লি: এর ত্রি-বার্ষিক নির্বাচন সোমবার শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে একটানা ভোট গ্রহণ চলে।

সভাপতি পদে মো. জাহেদুল হক (হারিকেন-৫৯৭) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদন্ধী মো. রমিজ (ছাতা-৫৯), সহ সভাপতি পদে সুধীর ধর (চাকা-৩২৭) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদন্ধী প্রার্থী মো. আব্দুর রহিম (দোয়াত-কলম-৩১৩), সাধারন সম্পাদক পদে মো. ইলিয়াছ কাঞ্চন চৌধুরী (প্রজাপতি-৩৭০) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদন্ধী মো. আব্দুল জব্বার (হরিণ-২৭২)। সহ-সম্পাদক মো. মোক্তার হোসেন (কাঠাল-২৭০) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদন্ধী মো. এনাম উল্লাহ (আম-২১৫), মো. ইকবাল পারভেজ (আনারস-১৪৪)। অর্থ সম্পাদক মো. এরশাদ চৌধুরী (তালাচাবি-৩৮০) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদন্ধী সুজন মজুমদার (চশমা-২৬২), সাংগঠনিক সম্পাদক মো. আজিম (ফুটবল-৪১৫) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদন্ধী মো. আব্বাস উদ্দীন (টেলিভিশন-২২০)। প্রচার সম্পাদক মো. নুর নবী (উড়ো-জাহাজ-৩৫৪) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদন্ধী মো. আল-মামুন (কবুতর-২৮৪)। নির্বাচিত সদস্যরা হলেন মো. আবু জাফর (মোরগ-৪৬৭), মো. রেজাউল করিম (বাঘ-৩৯০), মো. নেয়ামত আলী (মাছ ৩৬৫), মো. আব্দুর রশিদ (মই-৩৬৮), শিবু চন্দ (বই-৩৪১)। পরাজিত সদস্য প্রার্থী মো. হাবিবুর রহমান (বালতি-৩২৩)।

নির্বাচনে পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা অর্পণ দাশ গুপ্ত। সহকারী পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন লিলা চৌধুরী, মো. শাহ নেওয়াজ। রিটানিং অফিসার দায়িত্ব পালন করেন অধ্যাপক এবিএম সাইফুল্লাহ, সদস্য সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা দিলিপ কুমার চৌধুরী, তোষন কান্তি সিংহ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post