ধর্মীয় গুরুদের মাঝে মানিকছড়িতে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ
মানিকছড়ি প্রতিনিধি: বৈশ্বিক মহামারি‘করোনা’র ছোবলে বিপর্যস্ত জনজীবণে খাদ্যসংকট দূরিকরণে গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনে উদ্যোগে জনপদে গৃহবন্দি ও কর্মহীন জনগোষ্টির মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণের চলমান কর্মসূচীর অংশ হিসেবে ২৯ এপ্রিল মানিকছড়ি উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, ক্যায়ং এর ভান্তে ও নিরীহ গ্রামবাসীর দুয়ারে-দুয়ারে গিয়ে ত্রাণ-সামগ্রী বিতরণ করেছেন সেনাবাহিনী।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে,‘বৈশ্বিক মহামারি‘করোনা’র ছোবলে পাহাড়ের দরিদ্র,অসহায় জনগোষ্টি বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘরে ঘরে খাবার সংকটের প্রতিধ্বনি। ফলে গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সমাজে গৃহবন্দি ও কর্মহীন অসহায়,হত-দরিদ্র পাহাড়ি-বাঙ্গালীসহ ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মোয়াজ্জেন, মন্দিরের পুরোহিত, ক্যায়াং এর ভান্তে’র মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণের চলমান কর্মসূচীর অংশ হিসেবে ২৯ এপ্রিল সকাল সাড়ে ১১টায় মানিকছড়িতে ধর্মীয় গুরুজনদের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ করেন সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর রাহাত আহমেদ ও সাব জোন কমান্ডার ক্যাপ্টেন মো. ফয়সাল আহমেদ শুভ।
এর আগে বেলা সাড়ে ১২ টায় উপজেলার দূর্গম জনপদ রাঙ্গাপানির তৃণমূলে উঁচু-নীচু পাহাড় ডিঙ্গিয়ে উপজাতি পরিবারে ত্রাণ-সামগ্রী তুলে দেন সেনাকর্মকর্তা ও সদস্যরা। এ সময় উপ-অধিনায়ক বলেন, গুইমারা রিজিয়নের অধীনস্থ সিন্দুকছড়ি জোনের উদ্যোগে দেশের ক্রান্তিলগ্নে অসহায়,হত-দরিদ্র জনগোষ্টির মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণের চলমান কর্মসূচীর অংশ হিসেবে আজ দূর্গম জনপদে আমাদের এই কর্মসূচি। যা চলমান থাকবে।