• June 16, 2024

ধর্মীয় গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫ তম শুভ জন্ম মহা মহোৎসব কাল

 ধর্মীয় গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫ তম শুভ জন্ম মহা মহোৎসব কাল

মাটিরাঙ্গা প্রতিনিধি: পার্বত্য খাগড়াছড়ির আলুটিলা তেরাং তৈকালাই বা রিচাং ঝর্না এলাকায় অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় গুরু যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫ তম শুভ জন্ম মহা মহোৎসব তৎসহ সৎসঙ্গের উপাসনা কেন্দ্র-খাগড়াছড়ি উদ্বোধন করা হবে ।

ড. শ্রী অনিন্দ্যদ্যুতি টক্রবর্তী পরম পুজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব অমিয় আর্শিবাদে নব নির্মিত সৎসঙ্গ উপসনা কেন্দ্রের উদ্বোধন করবেন পুজ্যপাদবিংকি দা । আগামী কাল ৩ রা পৌষ ১৪২৯ বাংলা ও ১৮ ডিসেম্বর ২০২২ ইং, রোজ রবিবার সকালে মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সৎসঙ্গ উপাসনা কেন্দ্র খাগড়াছড়ির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে৷ ।

উপলক্ষে খাগড়াছড়ি জেলার সকল সনাতনী সম্প্রদায়কে সপরিবারে অংশ গ্রহনের আহবান জানানো হয়েছে ভক্ত ও আয়োজকদের পক্ষ্য থেকে ৷

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post