মহান বিজয় দিবসে বিজিবি গুইমারা সেক্টরের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ 

খাগড়াছড়ি প্রতিনিধি: মহান বিজয় দিবসে পাহাড়ের অবহেলিত অসহায় দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে খাগড়াছড়িতে সীমান্ত রক্ষায় নিয়োজিত বর্ডার গার্ড ব্যাটালিয়ন। সকালে বিজিবি গুইমার সেক্টর ও বিজিবি হাসপাতাল গুইমারা এর উদ্যোগ সেক্টর সদর দপ্তরে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আবদুল মালেক।
এ সময়ে তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে মেজর মোহাম্মদ নাফিস ইসলাম, মেজর উম্মে হাবিবা, ক্যাপ্টেন মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। বিজিবি জানায় প্রায় তিন শতাধিক গরীব দুঃস্থদের মাঝে কম্বল বিতরন এবং ২শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়াও গুইমারা সেক্টরের অধীনস্থ যামিনীপাড়া ব্যাটালিয়ন, খেদাছড়া ব্যাটালিয়ন এবং রামগড় ব্যাটালিয়ন একই কর্মসূচী পালন করেছে।

Read Previous

ধর্মীয় গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫ তম শুভ জন্ম মহা মহোৎসব কাল

Read Next

লক্ষ্মীছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো মহান বিজয় দিবস