• March 14, 2025

‘নগদ’ এর ডাইরেক্টর রনির বাড়িতে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার নওফেল

শাহনেওয়াজ নাজিম: ‘নগদ’ এর ডাইরেক্টর বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী মাহামুদুল হাসান রনির পারিবারিক অনুষ্ঠানে যোগ দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার (১৪ মার্চ) দুপুর ২টায় ফটিকছড়ির সমিতিরহাট ইউনিয়নের ইদ্রিস খান তালুকদার বাড়িস্থ রনির গ্রামের বাসভবনে পারিবারিক অনুষ্ঠানে তিনি উপস্থিত হন। এরপর তিনি শুভেচ্ছা বিনিময় করে দুপুরের মধ্যাহ্নভোজে অংশ নেন। এদিকে উপমন্ত্রীকে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে ব্যানারে অভিনন্দন জানান।

এছাড়াও একই অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর পুত্র নাজমুল করিম চৌধুরী ওরফে শারুন চৌধুরী উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post