সেনাবাহিনী কর্তৃক নয়াবাজারে নারী ও শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সড়কের পাশে ফেলে যাওয়া মহিলা এবং শিশুদের উদ্ধার এবং পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর
জানা যায়, গত ২৫ জুন পৌনে ৪টার দিকে নয়াবাজার আর্মি ক্যাম্পের দক্ষিণে প্রধান সড়কের পাশে একজন অজ্ঞাত মহিলা ও তার দুটি ছোট শিশু সন্তানকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় একজন পথচারীর মতে, একটি সিএনজি থেকে তাদেরকে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়।
উক্ত পথচারী বিষয়টি লক্ষ্য করে দ্রুত ঐ পরিবারকে নয়াবাজার আর্মি ক্যাম্পের অপেক্ষাগারে নিয়ে আসেন এবং তৎক্ষণাৎ নয়াবাজার আর্মি ক্যাম্পে বিষয়টি অবগত করেন।
পরবর্তীতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মহিলাটির সঙ্গে কথার বলার চেষ্টা করলেও তিনি শুধুমাত্র ফেনী জেলার পরশুরাম থানায় তার বাড়ি বলে জানাতে সক্ষম হন, তবে আর কোনো তথ্য দিতে পারেননি। শিশুদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও, তাদের বয়স কম হওয়ায় তারাও কোন তথ্য দিতে পারেনি।
পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে ক্যাম্প কর্তৃক উক্ত মহিলা এবং শিশুদেরকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। একই সাথে ফটিকছড়ি থানাকে বিষয়টি অবহিত করা হলে, তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টহলদল স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করে।
পরবর্তীতে, ২৬ জুন বেলা ১টার উক্ত মহিলা তার পরিবারের পরিচয় দিতে সক্ষম হয়। এমতাবস্থায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার পরিবারের সাথে যোগাযোগ স্থাপন করেন এবং তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এই ঘটনা সেনাবাহিনীর জনকল্যাণমূলক, মানবিক ও পেশাদারিত্বপূর্ণ ভূমিকাকে তুলে ধরে, যা সমাজে নিরাপত্তা ও মানবতা রক্ষায় সেনাবাহিনীর অঙ্গীকারকে দৃঢ় করে।