• December 5, 2024

নিখোঁজের ১৩ দিন পর পানছড়িতে মুসলিম ছেলে ও ত্রিপুরা মেয়ে উদ্ধার

পানছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার কালানাল থেকে পলাতক কিশোর-কিশোরী ১৩ দিন পর উদ্ধার করে পুলিশ। ২৯ আগস্ট বুধবার সকাল ৯ টার দিকে উপজেলা মোল্লাপাড়া নামক স্থান হতে পালাতক ছেলে ও মেয়েকে আটক করা হয়।

আটককৃত ছেলে, মোঃ ইবাদত ইসলাম (২০) পিতাঃ নুর মোহাম্মদ সাং মোহাম্মদ পুর ও আটককৃত মেয়ে সুপ্রিয়া ত্রিপুরা (১৪) পিতাঃ দিপংকর ত্রিপুরা সাং কালানাল, এরা উভয়েই পানছড়ির স্থায়ী বাসিন্দা। সূত্রে জানা যায়, ছেলে মেয়ে একে অপরকে ভালোবাসে, অনেক দিন যাবৎ এদের সম্পর্ক রয়েছে। ছেলে মেয়ের ভিন্ন ভিন্ন ধর্ম হওয়াই পরিবারে মেনে না নেয়ার ভয়ে দুজন পালিয়ে গিয়ে বিয়ে করে। ১৩ দিন এক সাথে থাকার পর বাসায় ফিরলে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

পানছড়ি থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানাই, আমরা গোপনসূত্রে খবর পেয়ে তাদেরকে থানায় নিয়ে আসি পরে তাদের জেলা আদালতে প্রেরণ করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post