• February 13, 2025

নিয়ম না মেনে সুপারিনটেনডেন্ট নিয়োগ বাতিলের দাবিতে পানছড়িতে মানববন্ধন

 নিয়ম না মেনে সুপারিনটেনডেন্ট নিয়োগ বাতিলের দাবিতে পানছড়িতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির জেলার পানছড়ি ইসলামিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসায় অবৈধ পন্থায় সুপারিনটেনডেন্ট নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে মাদ্রাসার শিক্ষাথী, অভিভাবক ও এলাকাবাসী। ১৩ জুলাই শনিবার  বেলা ২টার সময় মাদ্রাস গেইটে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

নিজেদের প্রাণের বিদ্যাপীঠের সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনা ও অবৈধ পন্থায় সুপারিনটেনডেন্ট নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধনে অংশ নেন সাবেক শিক্ষার্থী, অঅিভাবক ও চাকুরীজীবী। মানববন্ধন থেকে দাবি করা হয় আলিম শাখাকে গোপন করে দাখিলের অবৈধ সুপারিনটেনডেন্ট নিয়োগ যেন দ্রুত বাতিল করা হয়। না হয় সামনে আরো বড় কর্মসূচি ঘোষণা করা হবে। বক্তব্য রাখেন, সাবেক শিক্ষার্থী মুহাম্মদ আবুল কালাম আজাদ, মোফাজ্জল হোসেন, মো: সিরাজুল ইসলাম, মো: আমিনুল বশর, মো: ফজলুর রহমান, আসিফ করিম ও মো: জালাল হোসেন প্রমুখ।

পানছড়ি ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সুপারিনটেনডেন্টের অবৈধ নিয়োগ বাতিল করে মরহুম মাওলানা মোহাম্মদ জাকির হোসাইনের হাতে গড়া প্রতিষ্ঠানটিকে বাঁচিয়ে রাখার ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post