‘নৌকায় আস্থা’ রেখে কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রতি সমর্থন দেয়ার আহবান
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির শিক্ষা-সংস্কৃতি, তথ্য-প্রযুক্তি, সড়ক অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিসহ স্বাস্থ্য ও বিদ্যুৎ সুবিধা সম্প্রসারণের ক্ষেত্রে অবদান রাখায় পাহাড়ের সুচিত উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় খাগড়াছড়িতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার প্রতি সমর্থন জানিয়ে ‘নৌকায় আস্থা’ রাখার কথা জানান বক্তারা।
৮ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় জেলা শহরের ‘হিল ফ্লেভার্স’ নামের সামাজিক সংগঠনের বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-চিকিৎসক-সমাজকর্মী-নারীনেত্রীসহ সমাজের বিশিষ্টজনরা তাঁর প্রতি এ সমর্থন ব্যক্ত করেন।
সামাজিক সংগঠন হিল ফ্লেভার্স‘র সভাপতি বিশ্বজিত চাকমা, অধ্যাপক নীলোৎপল খীসা, এ্যাডভোকেট আশুতোষ চাকমা, অধ্যাপক রতœ কুসুম চাকমা, অধ্যাপক শ্যামলী চাকমা, সমাজকর্মী ধীমান খীসা, প্রধান শিক্ষক বিম্বিসার খীসা, প্রধান শিক্ষক নেপোলিয়ন চাকমা, তাতুমনি চাকমা ও প্রধান শিক্ষক সুমনা চাকমাসহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।