• March 27, 2025

পানছড়িতে সশস্ত্র গ্রুপের বন্দুক যুদ্ধে ৩ ইউপিডিএফ কর্মী নিহত, বৃহস্পতিবার সকাল-সন্ধা অবরোধ ঘোষণা

 পানছড়িতে সশস্ত্র গ্রুপের বন্দুক যুদ্ধে ৩ ইউপিডিএফ কর্মী নিহত, বৃহস্পতিবার সকাল-সন্ধা অবরোধ ঘোষণা

স্টাফ রিপোর্টার: জেলার পানছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সশস্ত্র গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত ব্যক্তিরা হলেন সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা। ইউপিডিএফের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতরা সকলেই ইউপিডিএফ প্রসীত গ্রুপের কর্মী।

৩০ অক্টোবর বুধবার ভোররাতে পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের শুকনাছড়ির শান্তি রঞ্জন পাড়ায় এই ঘটনা ঘটে।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে দাবি করেন, একদল সশস্ত্র সন্ত্রাসী ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালায়, এতে ঘটনাস্থলেই তিন কর্মী নিহত হয়।

তিন ইউপিডিএফ কর্মীর হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতারের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গত বছর পানছড়ি পুজগাঙে চার ইউপিডিএফ কর্মীকে হত্যা করা হলেও সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পানছড়ি থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ জসীম বলেন, “হত্যকাণ্ডের খবর পেয়েছি। সেখানে এখনও উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল দুর্গম হওয়ায় এখনো লাশ উদ্ধার সম্ভব হয়নি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post