পানছড়িতে আওয়ামীলীগের বর্ধিত সভা
পানছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়ি সদর ইউপি আওয়ামীলীগের বর্ধিত সভা ২০ জুলাই শুক্রবার বিকাল ৩টায় দলীয় কার্যলয়ে অনুষ্টিত হয়েছে। ৩নং পানছড়ি সদর ইউপি আওয়ামীলীগের সভাপতি মোঃ উবাইদুল হক আবাদ‘র সভাপতিত্বে সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি‘র প্রতিনিধি বিজয় কুমার দে। ইউপি আওয়ামী লীগের নেতা মোঃ ইউসুফ আলীর পরিচালিত সভায় আরো বক্তব্য রাখেন, ইউপি আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান, সদর ইউপি আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মনির মিয়া, সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন, আইন বিষয়ক সম্পাদক আহাম্মদ আলী ও সকল ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকগন।
সভায় আগামী একাদশ সংসদ নির্বাচনে সকল মতভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে, নেত্রীর মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার আহবান জানিয়ে প্রধান অতিথি বিজয় কুমার দে বলেন, আওয়ামী লীগের উন্নয়ন কর্মকান্ড সাধারণ জনগনের কাছে পৌঁছিয়ে দিয়ে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করতে হবে। ভোট প্রার্থনা করতে গিয়ে জনগনের সাথে কোন প্রকার খারাপ আচরণ করা যাবে না। কারণ সন্ত্রাসী, সুবিধাবাধী, ক্যাডার, মাস্তান, দূর্ণীতিবাজ, জুলুমবাজদের কোন স্থান আওয়ামী লীগের নেই। আওয়ামী লীগ দেশের উন্নয়নে বিশ্বাসী উল্লেখ করে তিনি আরো বলেন, আওয়ামী লীগের আমলে দেশে ব্যপক উন্নয়ন হয়েছে, আবার ক্ষমতায় আসলে দেশের আরো উন্নয়ন হবে, মানুষ মাথা উচু করে বাঁচতে পারবে।