• February 9, 2025

পানছড়িতে ছাত্রলীগের উদ্যোগে ‘করোনা’ সচেতনতায় হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ

স্টাফ রিপোর্টার: পানছড়ি উপজেলায় হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সাবান ও সতর্কতামূলক পোষ্টার বিতরণ করা হয়েছে। বুধবার (১লা এপ্রিল) দুপুর ১২টার দিকে করোনা ভাইরাস থেকে বাচতে সচেতনাতা মূলক এ সকল সামগ্রী বিতরণ করেন পানছড়ি উপজেলা ছাত্রলীগ।
এসময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম মোমিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামীলীগ নেতা নিখিল চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি শ্রীকান্ত দেব মানিক, সাধারণ সম্পাদক জহিরুল আমিন রুবেল, যুগ্ন-সম্পাদক মোঃ জালাল হোসেনসহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
এসকল সামগ্রী বিতরণের পাশাপাশি সচেতনতা মূলক প্রচারপত্রও বিলি করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও থানা অফিসার্স ইনচার্জ মোঃ দুলাল হোসেন এর হাতেও এসকল সামগ্রী তুলে দেন উপজেলা ছাত্রলীগের নেতৃবর্গ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post