• November 23, 2024

পানছড়িতে জাতীয় শোক দিবস পালিত

পানছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদার সহিত পালিত হয়েছে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ উপলক্ষে পানছড়ি উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি পালিত হয়। বুধবার দিনের শুরুতে সকাল ৮’টায় আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ বাহার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাথ দেবের নেতৃত্বে এক শোক র‌্যালি বের হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন করেন।

অপর দিকে পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে একটি শোক র‌্যালী বের হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক শোক সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম ১৯৭৫সালের ১৫আগষ্টের বঙ্গবন্ধুসহ উনার স্ব-পরিবারে হত্যা করে ইতিহাস কালিমালিপ্তের কাহিনী তুলে ধরেন। আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও উপজেলা পল্লী উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষিতদের মাঝে ঋণ বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, বিভিন্ন বিদ্যালয় প্রধান, ইউপি চেয়ারম্যান, স্থানীয় গন্যমাম্য ব্যাক্তিবর্গ ও  বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post