পানছড়িতে নৌকা প্রতীকের প্রচারণা, মিছিল-সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী বিজয় কুমার দেব‘কে খন্ড খন্ড মিছিল করে সমর্থন জানিয়েছে পানছড়িবাসী

লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী বাবুল চৌধুরী
মানিকছড়ি উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন পেলেন যারা
দীঘিনালায় বাঙ্গালী ছাত্র পরিষদের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস পদে প্রার্থী ঘোষণা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী বিজয় কুমার দেব‘কে খন্ড খন্ড মিছিল করে সমর্থন জানিয়েছে পানছড়িবাসী।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় খন্ডখন্ড মিছিল আ‘লীগের দলীয় কার্যালয় থেকে উপজেলা আ‘লীগের সভাপতি মোঃ বাহার মিয়া ও সাধারণ সম্পাদক জয়নাথ দেব এর নেতৃত্বে শুরু উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা স্কয়ারে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন আ‘লীগের প্রার্থী বিজয় কুমারে দেব।

এসময় তিনি উপজেলার সকল ভোটারের সর্বাতœক সাহায্য-সহযোগীতা, দোয়া ও আর্শিবাদ কামনা করে ভোট প্রার্থনা করেন।