পানছড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা

Homeপাহাড়ের সংবাদখাগড়াছড়ি সংবাদ

পানছড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা

খাগড়াছড়ি  প্রতিনিধি: খাগড়াছড়ি'র পানছড়ি উপজেলার মধ্যনগর এলাকার মোঃ নুরুল হক এর ছেলে মোঃ ফরিদ ফাঁসিতে ঝুলে আত্নতহ্যা করেছে। ৩ মে বুধবার সকাল ৭ টার

মাটিরাঙ্গায় বছর পার হলেও সেতু নির্মাণে কোনো অগ্রগতি নেই
সিন্দুকছড়িতে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ বিতরণ
পানছড়িতে সেনাবাহিনী কর্তৃক আসবাবপত্র. কম্বল ও অর্থ বিতরণ
খাগড়াছড়ি  প্রতিনিধি: খাগড়াছড়ি’র পানছড়ি উপজেলার মধ্যনগর এলাকার মোঃ নুরুল হক এর ছেলে মোঃ ফরিদ ফাঁসিতে ঝুলে আত্নতহ্যা করেছে।
৩ মে বুধবার সকাল ৭ টার দিকে এঘটনা ঘটে। ৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ আহির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। নিহত মোঃ ফরিদ মিয়া দুই সন্তানের জনক,তার ছেলের নাম মোঃ তানভির (৯) মেয়ে মোছাঃ মৌসমী (৪)।
নিহতর পিতা মোঃ নুরুল হক বলেন, আমার ছেলে এবং ছেলের বৌ মোছাঃ তাছলিমা খাতুন ঝগড়া করে এবং বৌ গতকাল ঘরে ছিলো না। এ সুযোগে আমার ছেলে ফাঁসি দিয়ে মারা যায়। সকাল ৭টার দিকে আমার নাতি তানভির ঘরে গেলে দেখতে পায় ফরিদ ফাঁসিতে ঝুলছে।