পানছড়িতে রস্ক প্রকল্পের কর্মশালা
পানছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় রিচিং আউট-অব-স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ-২ প্রকল্পের আওতায় আনন্দ স্কুলের শিক্ষার গুনগত মান উন্নয়ন বিষয়ক কর্মশালা আজ বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালায় উপস্থিত ছিলেন, প্রকল্পটির সহকারী পরিচালক মোঃ নুরুজ্জামান মল্লিক ও মাসুদ আল-শামসুদ্দোহা।
রস্ক প্রকল্পের টিসি স্বপ্না চাকমার স্বাগত কর্মশালায় আরো বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষা কর্মকর্তা কনিকা খীসা, পুল শিক্ষক যুগেলেন্দু চাকমা, আনন্দ স্কুলের শিক্ষিকা কবিতা বেগম প্রমূখ।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সুজিত মিত্র চাকমাসহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান ও সহকারী শিক্ষকগন। কর্মশালায় শিক্ষার গুনগতমান ও কার্যকারী প্রাতিষ্টানিক শিক্ষার উপর বিষদ আলোচনা করে আগত কর্মকর্তাগন।