• December 12, 2024

পানছড়িতে সন্ত্রাসীদের গুলিতে জেএসএস কর্মী নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় অজ্ঞতানামা সন্ত্রাসীদের গুলিতে রনি ত্রিপুরা (৪০) নামের জন সংহতি সমিতি (জেএসএস এনএম লারমা) গ্রুপের কর্মী নিহত হয়েছে। আজ বৃহম্পতিবার (৭ই জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পানছড়ি বাজারে এ ঘটনা ঘঠে। সে উপজেলার মরাটিলা এলাকার মৃত মনিন্দ্র লাল ত্রিপুরার ছেলে।

প্রত্যাক্ষদর্শীর সূত্র মতে জানাযায়, নিহত ব্যাক্তি নিত্য প্রয়োজনীয় দ্রব্যদী ক্রয় করে যাওয়ার সময় অজ্ঞাত ব্যাক্তি গোলি করে পালিয়ে যায়। এসময় রনি ত্রিপুরার কোমরের বাম পাশে গুলি বিদ্ধ হয় মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে পানছড়ি হাসপাতালে নিয়ে গেলে ১০ মিনিটের মাথায় মৃতে্যুর কুলে ঢলে পড়ে।

কর্তব্যরত চিকিৎসক মোঃ আরিফুল ইসলাম মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, গুলি শরীরের বিতরে রয়েছে। পানছড়ি থানা অফিসার্স ইনচার্জ মোঃ দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post