মানিকছড়িতে অষ্ট প্রহরব্যাপী মহোৎসব শেষ হয়েছে

মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় গচ্ছাবিল সনাতন সমাজের উদ্যোগে শ্রীশ্রী রাধাদাম গোপাল সেবাশ্রমের প্রতিষ্ঠাতা মঠাধ্যক্ষ গুরুদেব মদনগোপাল গোস্বামী মহারাজীর স্মরণোৎসব উপলক্ষে নানান উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব শেষ হয়েছে।

জানা গেছে ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারী মঙ্গল,বুধ,বৃহস্পতিবার তিনদিন ব্যাপী মহোৎসব অনুষ্ঠিত হয়েছিল মঙ্গলচরণ,শঙধ্বনী,বাল্যভোগ,ভোগরাগ,আরতি, মহাপ্রসাদ বিতরণ,গৌর আরতি,তুলসী আরতি,শ্রীশ্রী মহানামযজ্ঞের শুভ অধিবাস মধ্যে দিয়ে শুরু তিন দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছিল। ৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার পুজা আর্ছনার মধ্যে দিয়ে শেষ হয়েছে।

গচ্ছাবিল শ্রীশ্রী রাধামদন গোপাল সেবাশ্রমের সভাপতি ও সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সজল বরণ সেন বলেন ধর্মবর্ণ নির্বিশেষে সকলের সহযোগীতায় অষ্ট প্রহরব্যাপী মহোৎসব সফল হয়েছেন।

Read Previous

লক্ষ্মীছড়িতে পুলিশের অভিযানে ৪ গাঁজা সেবনকারি আটক

Read Next

পানছড়িতে সন্ত্রাসীদের গুলিতে জেএসএস কর্মী নিহত