পানছড়িতে সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা
মোফাজ্জল হোসেন ইলিয়াছ: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার চেঙ্গী ইউপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিবার পরিকল্পনা কার্যলয়ের উদ্যেগে, পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে শনিবার দুপুর ১২টায় এ্যাডভোকেসি সভা অনুষ্টিত হয়েছে।
পরিবার পরিকল্পনা কার্যলয়ের এফপিআই সুজেশ চাকমা পরিচালিত ও ২নং চেঙ্গী ইউপি চেয়ারম্যান কালা চাঁন চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম।
ছেলে হোক, মেয়ে হোক-দুটি সন্তানই যথেষ্ট এই প্রতিপাদ্যে এবং প্রাতিষ্টানিক ডেলিভারী বৃদ্ধি করি-প্রসব পরবর্তি পরিবার পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি এই সেøাগানে অনুষ্টিত সভায় আরো বক্তব্য রাখেন, প.প. কর্মকর্তা সোহাগ ময় চাকমা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির সাজু, ১নং লোগাং ইউপির প্যানেল চেয়ারম্যান জাপান চাকমা, সহকারী প.প. কর্মকর্তা তীরনী চাকমা প্রমূখ।
আলোচনা সভা শেষে স্ট্রেনদেনিং হেলথ্ আউটকামাস ফর ওমেন এন্ড চিলডেন্ প্রজেক্ট এর উদ্বোধন করেন অতিথিগন।