পানছড়িতে সড়ক দুর্ঘটনায় দুই মহিলা আহত

পানছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় সড়ক দূর্ঘটনায় উপজাতী দুই মহিলা আহত হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে পানছড়ি-তবলছড়ি সড়কের পায়ংপাড়া এলাকায়

খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ
খাগড়াছড়ি বিভিন্ন উপজেলায় কৃষক লীগের উদ্যোগে জেলা প্রশাসকের সহায়তায় নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী প্রদান
মহালছড়ি সেনা জোন কর্তৃক বিপুল পরিমাণ গাঁজা ক্ষেত ধ্বংস

পানছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় সড়ক দূর্ঘটনায় উপজাতী দুই মহিলা আহত হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে পানছড়ি-তবলছড়ি সড়কের পায়ংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর সূত্র মতে জানাযায়, মোঃ রেজাউল করিম এর সিএনজি যাহার নাম্বার খাগড়াছড়ি ট-১৩৯। গাড়ি পায়ংপাড়া এলাকায় ব্রেক ফেল করে উল্টে যায়। এসময় পায়ংপাড়ার বাসিন্দা ফুলমতি ত্রিপুরা (৪০) ও বধুয়া শ্রী ত্রিপুরা (৩৮) আহত হয়। স্থানীয়রা এদেরকে উদ্ধার করে পানছড়ি হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে বধূয়া শ্রী ত্রিপুরা ছেড়ে দেওয়া হয়।

অপর দিকে ফুলমতি ত্রিপুরার ঘারের ডান পাশের কন্ঠি হাঁড় ভেঙ্গে যাওয়ায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।