• June 23, 2024

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ’ নামে নতুন সংগঠন’র আত্মপ্রকাশ, বাঙ্গালী সকল সংগঠন বিলুপ্ত ঘোষণা

স্টাফ রিপোর্টার: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ’ নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ করা হয়। ‘পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ’ নামের সংগঠনটির আহ্বায়ক আলকাছ আল মামুন ভূঁইয়া জানান, পাহাড়ি-বাঙালি ভেদাভেদ ভুলে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত নিপীড়িত ও বঞ্চিত মানুষের স্বার্থ রক্ষায় কাজ করবে এই সংগঠন।- সূত্র: প্রতিদিন খাগড়াছড়ি।

এসময় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য নাগরিক পরিষদসহ অন্যান্য সংগঠন বিলুপ্ত করা হয়। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ, নতুন সংগঠনের অঙ্গ সংগঠন হিসেবে কাজ করবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post