• January 24, 2025

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য শান্তি চুক্তিতে পাহাড়ে বসবাসরত বাঙ্গালী জাতির অধিকার ক্ষুণ্ন হয়েছে। বিতর্কিত ও সংবিধান বিরোধী ধারা সমূহ বাতিলে সরকারের হস্তক্ষেপ জরুরী বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ। ৫ ডিসেম্বর সকালে সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়ি অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

পাহাড়ে আঞ্চলিক সংগঠনের নামে চাঁদাবাজী, হত্যা ও গুমের সাথে জড়িত সন্ত্রাসীদের কার্যক্রম নিষিদ্ধ করারও দাবি জানানো হয় সভা থেকে।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি শাখার সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় সভাপতি কাজী মুজিবুর রহমানসহ অন্যান্যেরা বক্তব্য রাখেন। এর আগে, সকালে শোভাযাত্রা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগী করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post