• February 18, 2025

পার্বত্য প্রেসক্লাব ও সবুজ পাতার দেশ পত্রিকার উদ্যোগে করোনা সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ

স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করেছে পার্বত্য প্রেস ক্লাব ও দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকার নেতৃবৃন্দরা। ২৪ নভেম্বর মঙ্গলবার খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলাধীন বর্ণাল ইউপির প্রত্যন্ত গ্রাম যামিনী পাড়ায় মাস্ক বিতরণ ও জন সচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত গ্রামে পার্বত্য প্রেস ক্লাবের সভাপতি দেব প্রসাদ ত্রিপুরার মায়ের শ্রাদ্ধ ক্রিয়া অনুষ্ঠানের মধ্যাহ্ন ভোজের পর সামাজিক দূরত্ব বজায় রেখে এক হাজার মাস্ক বিতরণ এবং করোনা ভাইরাস প্রতিরোধে জন সচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্বত্য প্রেস ক্লাবের সভাপতি দেব প্রসাদ ত্রিপুরা।প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি চাইথোয়াই মারমা।  বিশেষ অতিথি উপস্থিত ছিলেন দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকা ও পার্বত্য প্রেস ক্লাবের সম্পাদক মো: জুলহাস উদ্দিন, এ্যাডভোকেট সুব্রত ত্রিপুরা, মঞ্জয় ত্রিপুরা, বড়নাল ইউপি সদস্য সানুচিং মারমা, সদস্য অনি রঞ্জন ত্রিপুরা, মো: মিজানুর রহমান, মনো বিলাস ত্রিপুরা রতন, সাংবাদিক সুজন বড়ুয়া ও মো: লোকমান হোসেন প্রমুখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post