পাহাড়ি ছাত্র পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার কাউন্সিল
ডেস্ক রিপোর্ট: জাতীয় দালাল-বেঈমান-প্রতিক্রিয়াশীলদের প্রতিহত করুন, অস্থিত্ব রক্ষার্থে সংগঠিত হোন, পূর্ণস্বায়ত্তশাসন আন্দোলনকে বেগবান করুন এই শ্লোগানকে সামনে রেখে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) মানিকছড়ি উপজেলা শাখার ১৩তম কাউন্সিল সম্পন্ন হয়েছে। পিসিপি মানিকছড়ি উপজেলা শাখার তথ্য প্রচার সম্পাদক শান্ত মারমা স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এ তথ্য জানা যায়।
২৮ মার্চ ২০১৮ বুধবার সকাল ১১টা ঘটিকার সময় মানিকছড়ি সদরে ধর্মঘর এলাকায় কাউন্সিল অনুষ্ঠান শুরু হয়। পিসিপি মানিকছড়ি উপজেলা শাখার আহ্বায়ক সুইতুই মারমার সভাপতিত্বে সদস্য সচীব ডেবিট চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপিডিএফ মানিছড়ি উপজেলা সমন্বয়ক সিনু মারমা, পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা অর্থ সম্পাদক জহেল চাকমা, ইউপিডিএফ সংগঠক এডিশন চাকমা, পিসিপি মাটিরাঙ্গা সভাপতি নেপাল ত্রিপুরা, পিসিপি লক্ষিছড়ি সাধারণ সম্পাদক নয়ন চাকমা। কাউন্সিল অনুষ্ঠানের শুরুতে পাহাড়ি ছাত্র পরিষদের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
কাউন্সিল অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ শাসকগোষ্ঠির ষড়যন্ত্রে পাহাড়িদের অস্তিত্ব-ভূমি অধিকার-নারীর সম্মান হুমকীর মূখে পড়েছে তাই জুম্মজাতীয়তাবাদী আন্দোলনকে বেগবান করতে পাহাড়ি ছাত্র পরিষদের পতাকা তলে সমবেত হতে হবে। পূর্ণস্বায়ত্তশাসন অধিকার আদায়ের লক্ষ্যে নিজেকে দক্ষ ও যোগ্য হয়ে গড়ে উঠতে হবে। ‘জুম্ম দিয়ে জুম্ম ধ্বংস’ শাসকগোষ্ঠীর এই ষড়যন্ত্রে ফাঁদে পা না দেওয়ার জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান বক্তারা। যারা শাসকগোষ্ঠীর এই ষড়যন্ত্রে পা দিয়ে ইউপিডিএফ এর নেতাকর্মীদের ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের খুন করছে অপহরণ করছে তাদের প্রতিহত করারও আহ্বান জানান। বক্তব্য পর্ব শেষে সবার সম্মতিক্রমে, মংচিংপ্রু মারমাকে সভাপতি, পাইরুইমং মারমাকে সাধারণ সম্পাদক, জ্যো¯œা মারমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট পাহাড়ি ছাত্র পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার ১৩ম কাউন্সিল সম্পন্ন হয়।
নবগঠিত কাউন্সিলের সভাপতি-সম্পাদকে ফুল দিয়ে বরণ করেন ইউপিডিএফ সমন্বয়ক সিনুমারমা, পিসিপি জেলা অর্থ সম্পাদক জহেল চাকমা।