পুলিশের অভিযানে খাগড়াছড়িতে গুলি ও পিস্তলসহ সন্ত্রাসী আটক
আলমগীর হোসেন: খাগড়াছড়িতে পুলিশের অভিযানে ৬ রাউন্ড গুলি ভর্তি বিদেশি পিস্তলসহ মাদক ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসী ফারুক মিয়া ওরফে তাবিজ ফারুককে আটক করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি শনিবার দুপুর ১টার দিকে খাগড়াছড়ি শহরের নেন্সী বাজার থেকে তাকে আটক করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন টিটু জানান, ফারুক মিয়া ওরফে তাবিজ ফারুক এক হাজার পিস ইয়াবা’র চালান নিয়ে এসেছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ তার নেন্সী বাজারের বাসায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফারুক মিয়া পালানোর চেষ্টা করে।
পুলিশ ফারুকের বাসায় ইয়াবা খোঁজতে গিয়ে ৬ রাউন্ড গুলিভর্তি একটি আমেরিকার তৈরি পিস্তল উদ্ধার করে। তিনি আরও জানান, তাবিজ ফারুক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র মামলার প্রস্তুতি চলছে।