• December 10, 2024

পৌর নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকছে না

 পৌর নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকছে না
স্টাফ রিপোর্টার: ১৪ ফেব্রুয়ারি রবিবার মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচন। নির্বাচনে ভোটগ্রহণের দিন পৌর এলাকায় সাধারণ ছুটি থাকছে না। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোঃ হেলালুজ্জামান সরকারের স্বাক্ষরিত এ সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রনালয়ে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়। ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রনালয়ের অংশে ৩৭নং ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক ৪র্থ ধাপে অনুষ্ঠিতব্য ৫৬টি পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন ১৪ ফেব্রুয়ারি রবিবার সাধারণ ছুটির প্রয়োজন হবে না। তবে নির্বাচনী এলাকাধীন যেসব শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারিত রয়েছে, সেগুলো বন্ধ থাকবে। মাটিরাঙ্গা পৌর নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯৬৫ জন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post