ফটিকছড়িতে কৃষকের পাকা ধান কেটে দিলেন ছাত্রলীগ
শুক্রবার (৮মে) বিকেলে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান রুপুর নেতৃত্বে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের বর্গাচাষী মো. ইসমাইলের ৪০শতক ধান কেটে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও আব্দুল্লাহপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি টিপন বড়ুয়া, যুগ্ন-সাধারণ সম্পাদক মুনির হোসেন, আবুল হোসেন, পাঠাগার বিষয়ক সম্পাদক ইমরুজ, ধর্মপুর ইউনিয়ন শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি ফরহাদ সহ-সভাপতি রিপন তালুকদারসহ আব্দুল্লাহপুর ও ধর্মপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
কৃষক ইসমাঈল আর্থিক সচ্ছলতার অভাবে ধান কাটতে পারছিলেন না। তিনি ছাত্রলীগের এই মহতি সহযোগিতা পেয়ে অনেক খুশি এবং দোয়া করেন।