• February 19, 2025

ফটিকছড়ির সাংবাদিকের বাড়ীর রাস্তা দখল করে প্রতিবন্ধকতা তৈরি

স্টাফ রিপোর্টার: ফটিকছড়ি উপজেলার লেলাং ইউপির শাহনগর গ্রামে এক সাংবাদিকের বাড়ীর রাস্তা দিন দুপুরে দখল করে প্রতিবন্ধকতা তৈরি করেছে এলাকার একটি প্রভাবশালী মহল। যেটি অর্ধশত বছরের পূরোনো চলাচলের একটি রাস্তা। এ ব্যাপারে গত রোববার (১৩ সেপ্টেম্বর) অবরুদ্ধ পরিবারগুলো স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে কয়েক দফা অভিযোগ জানালেও তারা প্রভাবশালী ওই মহলের কারণে কার্যকর উদ্যোগ নিতে পারেনি বলে ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা যায়, লেলাং ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ শাহনগর গ্রামের ইসলামীয়া বাজার মসজিদ সংলগ্ন মাইজ্জার বাড়ীর বাসিন্দাদের চলাচলের রাস্তা গত রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল বেলা ক্ষমতাশীন দলের স্থানীয় এক নেতার ইন্ধনে সমাজপতি এনাম সওদাগর, তার ছোট ভাই জানে আলম কানসু ও চাচাতো বোন তসলিমা আকতার গংরা জোরপূর্বক নিজেদের জায়গা দাবী করে অর্ধশত বছরের রাস্তাটি বন্ধ করে দেয়।
পরে অবরুদ্ধ পরিবারগুলো ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন ও মেম্বার সরোয়ার হোসেনকে অভিযোগ জানালে তারা গ্রাম পুলিশ (চৌকিদার) পাঠিয়ে রাস্তা অবরুদ্ধ না করার অনুরোধ জানান। কিন্তু তারা ইউনিয়ন পরিষদের নির্দেশ না মেনে রাস্তাটির জনচলাচল বন্ধ করে দেয়।

রাস্তাটি দিয়ে চলাচলকারী এজাহার মিয়া, মহিউদ্দিন,আব্দুল মোনাফ ও জানে আলম জানান, হঠাৎ করে ৫০ বছরের পূরোনো রাস্তাটি দিয়ে চলাচল বন্ধ করে দেয়ায় ওই বাড়ির অন্তত ২০ পরিবারের লোকজন দুর্বিষহ অবস্থায় আছে।
তারা আরো জানান, এ মুহুর্তে বাড়ীর কেউ যদি মারা যায়; তবে তাকে দাফনের জন্য কবরস্থানে নিয়ে যাবার জায়গা পর্যন্ত রাখা হয়নি। সাধারণ এলাকাবাসীও অমানবিক এ কাজের প্রতিবাদে ফুঁসে উঠেছে।

এদিকে অভিযুক্তরা অভিযোগকারীদের নানা প্রকার হুমকি-ধমকিও দিচ্ছে বলে অভিযোগ করেছেন।
এলাকাবাসী এ ব্যাপারে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে।

রাস্তা প্রতিবন্ধকতায় নির্দেশ দাতা হিসেবে অভিযুক্ত কৃষকলীগ নেতা মাসুদ করিম বলেন, আমাদের বাড়ীর জায়গার উপর দিয়ে তারা দীর্ঘ সময় ধরে চলাচল করলেও আমরা কোনদিন বাঁধা দেইনি। ইতোপূর্বে সাংবাদিক নাছির আমাদের না জানিয়ে তার পিতা হারুন সওদাগর সড়ক নাম দিয়ে রাস্তা পাকা করতে চেয়েছিল; আমরা প্রতিবাদ করাতে পারেনি। গত কয়েকদিন আগে একই কায়দায় রাস্তাটিতে ইট বিছানো শুরু করে। তারা তো রাস্তাটি সংস্কার করতে হলে আমাদেরকে ন্যূনপক্ষে বলতে হবে। কিন্তু তারা গায়ের জোর দেখায়। এতে ক্ষুব্ধ হয়ে আমাদের বাড়ীর লোকজন চলাচলের রাস্তাটি বন্ধ করে দিয়েছে বলে শুনেছি।

স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হোসেন বলেন, আমি সমঝোতার উদ্যোগ নিলেও প্রতিবন্ধকতা সৃষ্টিকারীরা সেটা মানতে নারাজ।

ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন শাহীন বলেন, উভয়পক্ষের সহনশীল মনোভাব দরকার; এর চেয়ে বেশি কিছু মন্তব্য করতে চাই না।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post