• December 1, 2024

ফটিকছড়িতে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে এমদাদ হোসেন (২০) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার উত্তর রোসাংগিরী গ্রাম থেকে  মঙ্গলবার দুপুরে গ্রামের মনছপ বাড়ির একটি পুকুরপাড়ে গাছ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত এমদাদ ওই গ্রামের মরহুম আবু তাহেরের ছেলে।
জানা যায়, এমদাদ দীর্ঘদিন ধরে বড় ভাইয়ের সাথে স্থানীয় একটি মুদির দোকানে ব্যবসা পরিচালনা করতেন। নিহতের বড় ভাই আজাদ হোসেন জানায়, আমার ভাই র্দীঘদিন থেকে মানসিক রোগী। বর্তমানেও তিনি চিকিৎসাধীন। গত সোমবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।  মঙ্গলবার সকালে বসতঘরের পাশে একটি পুকুর পাড়ে ঘুরতে গেলে গাছের সাথে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পাই। পরে বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে ফটিকছড়ি থানার পুলিশকে অবহিত করি। দুপুরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবুল আখতার বলেন, খবর পেয়ে আমরা সেখান থেকে লাশ উদ্ধার করি। যেহেতু পরিবার থেকে বলা হচ্ছে তরুণটি মানসিক রোগী সেহেতু জেলা নির্বাহী হাকিমের নির্দেশে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post