ফটিকছড়িতে সাংবাদিকদের মতবিনিময়
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে বেসরকারী টেলিভিশন এনটিভি’র মক্কা ও দৈনিক পূর্বকোণ পএিকার সৌদিঅারব প্রতিনিধি ফটিকছড়ির কৃতি সন্তান প্রবাসী সাংবাদিক কামাল পারভেজ অভির দেশে অাগমন উপলক্ষে চট্রগ্রামের ফটিকছড়ির স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৮ অক্টোবর সোমবার রাত ৮ টায় হোটেল বাসমতি রেস্টুরেন্টে এ সভার অায়োজন করা হয়। মাসিক ফটিকছড়ি সংবাদের সম্পাদক অাহমদ অালী চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাংবাদিক নাজিম উদ্দিন চৌধুরী, দৈনিক অাজাদীর ফটিকছড়ি প্রতিনিধি এস এম অাকাশ, দৈনিক সমকালের ফটিকছড়ি প্রতিনিধি ইকবাল হোসেন মন্জু, দৈনিক পূর্বদেশ প্রতিনিধি এমরান হোসেন ফরহাদ, এস এনএন২৪ টিভির ফটিকছড়ি প্রতিনিধি সেলিম অাহমেদ, ৭১ বাংলা টিভির উওর চট্রগ্রাম প্রতিনিধি এম অালমগীর নিশান, দৈনিক মানবকন্ঠের ফটিকছড়ি প্রতিনিধি রফিকুল ইসলাম তালুকদার ও দৈনিক কর্নফুলীর ফটিকছড়ি প্রতিনিধি মো: এনামুল হক।
প্রবাসী সাংবাদিক কামাল পারভেজ অভি প্রবাসে সাংবাদিকতার বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন। এবং ফটিকছড়ির স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানের অাশ্বাসও দেন তিনি। মতবিনিময় শেষে এক নৈশ ভোজের অায়োজন করা হয়।