ফটিকছড়িতে ১৯ মামলার আসামী মাদক সম্রাট ফরিদ আটক
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি থানা পুলিশের তালিকাভুক্ত ১৯ মামলার আসামী মাদক সম্রাট ফরিদ (৫২) কে অস্ত্র, কার্তুজ ও ইয়াবা সহ আটক করেছে পুলিশ। গতকাল রবিবার নাজিরহাট পৌরসভাস্থ ঝংকার মোড় “ফরিদ ক্যাবল টিভি নেটওয়ার্ক” এ অভিযান চালিয়ে তাকে আটক করে। সে ওই এলাকার মৃত ইসমাইলের পুত্র।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বাবুল আকতার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক স¤্রাট ফরিদের আস্তানা থেকে ১টি দেশীয় তৈরী এলজি, ১টি কার্তুজ সহ বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলা দায়ের করা হয়েছে।