Homeস্লাইড নিউজশিরোনাম

ফটিকছড়ির কাঞ্চননগরে ফকির আহমদ নামে এক যুবককে জবাই করে হত্যা 

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির কাঞ্চননগরে ফকির আহমদ (৩৫) নামে এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। আজ ২৯শে সেপ্টেম্বর সকালে দুইদ্দাখোলা খালে এই ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক যুবকের মৃত্যু
কাপ্তাই পাল্পউড বাগান থেকে কাঠ পাচারের মহোৎসব
ধর্মপুর হাই স্কুল প্রাক্তন ছাত্র সমিতিবিনিময় সভা

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির কাঞ্চননগরে ফকির আহমদ (৩৫) নামে এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে।

আজ ২৯শে সেপ্টেম্বর সকালে দুইদ্দাখোলা খালে এই ঘটনা ঘটে। তার গলা জবাইকরাসহ পেটের নাড়িভূড়ি বের হয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানাই। তবে কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত ফকির আহমদ কাঞ্চননগর ইউপির ৭নং ওয়ার্ড দিঘিরপাড়া এলাকার মোঃ এজাহারের পুত্র।
ফকির আহমদের ৮ বছর ও ৫ বছর বয়সের ২ কন্যা সন্তান রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান করছে।