ফটিকছড়ির কাঞ্চন নগরে ডাকাতের চুরিকাঘাতে আহত ২
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির কাঞ্চন নগরের ডাকাতের ছুরিকাঘাতে দুই ব্যক্তি গুরুত্বর আহত হয়েছে। আহত এক জনের অবস্থা গুরুত্বর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাহয়েছে। শনিবার রাত সাড়ে ৮ টায় চেঙ্গরকুল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ফটিকছড়ি সদর থেকে কাঞ্চন নগর ফেরার পথের চেঙ্গরকুল ভাঙ্গাপুল এলাকায় মোটরসাইকেল আরোহী আজম(৪২) পেশকার বাড়ির নুরু সওদাগরের পুত্রকে পিছন থেকে চুরিকাঘাত করে। আর জাহাঙ্গীর আলম (৩০) বরকত আলির বাড়ি ফরিদ চকিদারের পুত্রকে লাঠি পেটা করে গুরুত্বর আহত করে।
তাদের মোবাইল, নগদ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে প্রায় ঘন্টা কানেক বসিয়ে
রাখে। ওই পথে আর কোন যাত্রী না যাওয়ায় ডাকাতদল পালিয়ে যায়। আহতরা জানান, ডাকাতের সংখ্যা ৫-৬ জন হবে।
গুরুতর আহত আজমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জলে
জানিয়েছেন কাঞ্চন নগর ইউপি চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরী কাতেব।
ফটিকছড়ি থানা উপ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন ভূইয়া জানান, চেঙ্গরকুলে ডাকাতির খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আজতদের মেডিকেলে নেয়া হয়েছে।