Homeস্লাইড নিউজশিরোনাম

ফরমায়েশী রায়ের প্রতিবাদে খাগড়াছড়ি জেলা শ্রমিকদলের মানববন্ধন

স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা শ্রমিক দল মানববন্ধন করেছে। ২২ অক্টোবর সোমবার জেলার কলাবাগান এলাকায় গণপূর্ত বিভাগের সামনে

উপজেলা পরিষদ নির্বাচনে মানিকছড়িতে ফাঁকা মাঠে চলছে ভোট গ্রহণ
ইউপিডিএফ’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগ্রামী অভিবাদন
খাগড়াছড়িতে এমপি’র শাশুড়ির মৃত্যুতে শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা শ্রমিক দল মানববন্ধন করেছে। ২২ অক্টোবর সোমবার জেলার কলাবাগান এলাকায় গণপূর্ত বিভাগের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে ফরমায়েশি রায়ের প্রতিবাদে জেলা শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে জেলা শ্রমিক দলের সভাপতি আসলাম কালু সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা।

প্রবীণ চন্দ্র চাকমা বলেন, এই সরকার বিএনপিকে শান্তিতে থাকতে দিচ্ছে না। সরকার পুলিশ দিয়ে বিএনপি নেতা-কর্মীদের উপর অত্যাচার নিপিড়ন চালিয়ে যাচ্ছে। এই অন্যায় অত্যাচার বিএনপি আর সহ্য করবে না। খাগড়াছড়ি জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. আজিজুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল, যুগ্ম সম্পাদক মো. হাসান মাহমুদ। এ মানববন্ধনে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।