• February 18, 2025

ফ্রান্সে হযরত মুহাম্মদ সা. অবমাননা করার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার: ফ্রান্সে হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননা করার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। ৬ নভেম্বর শুক্রবার খাগড়াছড়ি শাপলা চত্বওে খাগড়াছড়ি জেলা ইমাম-ওলামা ঐক্য ফোরামের যৌথ উদ্যোগে মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, খতিব এর নেতৃত্বে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি জেলা বিভিন্ন মসজিদ থেকে জুম্মার নাজাজ শেষে যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল নিয়ে এসে শাপলা চত্বরে একটি প্রতিবাদ সমাবেশ করে। ফ্রান্সে রাসুল সাঃ এর বেঙ্গচিত্র প্রদর্শন এর প্রতিবাদে ও বাংলাদেশ হতে ফ্রান্সের সকল পন্য বর্জনের দাবি করেন বক্তারা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পৗর সভা মোঃ রফিকুল আলম, মেয়র, ও সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাআত মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা মাইউদ্দিন আশরাফি, মাওলানা দিদারুল ইসলাম, মাওলানা ইউসুব, খতিব। পরে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post