• February 9, 2025

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে মাটিরাঙ্গায় দরিদ্র ভিক্ষুকের মাঝে ছাগল বিতরণ

নুরনবী অন্তর মাহমুদ: বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণে সন্তোষ প্রকাশ করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে দেশকে ক্ষুদা ও দারিদ্র মুক্ত করার বিকল্প নাই।

এ জন্যে মাটিরাঙ্গা পৌরসভা কর্তৃপক্ষ পৌর এলাকার অভ্যন্তরে যারা ভিক্ষাবৃক্তির সাথে সম্পৃক্ত তাদের ভিক্ষাবৃত্তি ছেড়ে ছাগল পালন করে জীবিকা নির্বাহ করার শর্তে ২২ জন ভিক্ষুককে আর্থিক সাহায্য প্রদান করেন।

দুপুর সাড়ে ১১ টাকে দিকে পৌর হলরুমে পৌর মেয়র মোঃ শামছুল হক’কের সভাপতিত্বে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের বক্তব্য রাখেন, পৌর সচিব অনিল চন্দ্র ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সুবাস চাকমা, পৌর প্যানেল মেয়র-১ মোঃ আলা উদ্দিন লিটন প্রমুখ।

এ সময় বিভিন্ন পৌর কাউন্সিলরগণ ও কর নির্ধারক, পৌর লাইসেন্স পরিদর্শকসহ কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post