• May 1, 2025

বঙ্গবন্ধু’র ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে অনলাইনে সাংস্কৃতিক প্রতিযোগিতা

খাগড়াছড়ি প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

শুক্রবার সকাল ১১টা থেকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক গ্রুপে প্রথম থেকে সপ্তম শ্রেনী এবং খ গ্রুপে ৮ম থেকে ১০ শ্রেনীর ছাত্র ছাত্রীরা বঙ্গবন্ধুর গান, কবিতা আবৃত্তি, ৭ই মার্চ’র ভাষণ বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ৯টি উপজেলার প্রতিযোগীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ কওে বলে জানা যায়।

জেলা পর্যায়ের প্রতিযোগিতায় সংগীতে বিচারকের দায়িত্ব পালন করেন খাগড়াছড়ির বিশিষ্ট বেতার -টেলিভিশনের শিল্পী মো: আবুল কাশেম,অমলেন্দু মজুমদার ও মিস কাজল চৌধুরী। কবিতা আবৃতিতে বিচারক ছিলেন মিস বিজয়া খীসা,্ এ্যামেলী দেওয়ান ও রুম্পা বড়ুয়া,বক্তৃতা প্রতিযোগিতায় বিচারক ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জীতেন বড়ুয়া, সাংবাদিক আজিম উল হক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অলি আহাদ।

জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জীতেন বুড়য়া জানান, সংস্কৃতিক মন্ত্রনালয়ের নির্দেশনার আলোকে জেলা পরিষদ, খাগড়াছড়ি জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমী এ প্রতিযোগিতার আয়োজন করে। অনলাইন ভিত্তিক প্রথমবারের মত আয়োজিত এ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে দেড় শতাধিক ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন। প্রতিযোগিরা তাদের ধারনকৃত কন্টেন সরাসরি কিংবা শিল্পকলা একাডেমীর মেইলে এবং ফেইসবুক পেইজে জমা দিয়েছিলেন। তবে নেটের স্পিড কম থাকায় উপজেলা পর্যায়ের সাথে জেলা শিল্পকলা একাডেমীর অনলাইন আলোচনা সভায় কিছুটা বিভ্রাট ও ভোগান্তির সম্মুখীন হতে হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post